নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বিশাল সুখবর
প্রকাশ : 2021-08-13 20:49:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল একেবারে তলানিতে অথাৎ দশ নম্বরে চলে গিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ একটা সিরিজ খেলায় কিছু সাফল্যে এসেছে র্যাংকিংয়ে উত্থানের সুযোগ রয়েছে। আগামী সিরিজেই বাংলাদেশ দলকে হাতছানি দিচ্ছে রাজসিক উত্থান।জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট বাড়লেও র্যাংকিংয়ে উন্নতি হয়নি।
বাংলাদেশ এখনো আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দশমস্থানে অবস্থান করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজ জিতলে বাংলাদেশ র্যাংকিংয়ে এগোবে নিশ্চিতভাবেই। তবে একইসাথে আছে
র্যাংকিং টেবিলে বড় লাফের সুযোগ।বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারে অর্থাৎ হোয়াইটওয়াশ করতে পারে তাহলে টাইগারদের রেটিং বাড়বে ১৪ পয়েন্ট। বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের রেটিং ২৩৪। অর্থাৎ, কিউইরা হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং বেড়ে হবে ২৪৮।
২৪৮ রেটিং পয়েন্ট পেলে বাংলাদেশ উঠে আসবে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে।হোয়াইটওয়াশ হলে চারে নেমে যেতে হবে নিউজিল্যান্ডকে, যারা এখন অবস্থান করছে তৃতীয় স্থানে। বর্তমানে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৩। হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে হবে ২৫০। বর্তমানে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে অবস্থান
করছে পাকিস্তান, কিউইদের অবনমন হলে যারা তৃতীয় স্থানে উত্থিত হবে।নিউজিল্যান্ড জাতীয় দল বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।