না গল্প না প্রবন্ধ - বর্ণালী চ্যাটার্জী

প্রকাশ : 2025-02-11 13:05:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

না গল্প না প্রবন্ধ - বর্ণালী চ্যাটার্জী

আমাদের জীবন হোলো এক একটা অধ্যায়। এর প্রত্যেকটা ভাগে আমরা নিজেদের কে গুছিয়ে নিতে সক্ষম হই । তাঁর একমাত্র কারণ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া... যেমন ধরুন ইংরেজরা রেলপথ তৈরী করেছিল নিজেদের স্বার্থে কিন্তু তাতে ভারতীয়দের ও উপকার হয়ে ছিলো।

জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আমরা কতগুলো মানুষের সম্মুখীন হই... এই মানুষ গুলো আবার ভালো মন্দের সংমিশ্রণ, কেউ আমাদের পা টেনে ধরে আবার কেউ কেউ উঠে দাঁড়াতে সাহায্য করে আবার কেউ কেউ আমাদের সাথে একটা গা'ছাড়া মনোভাব নিয়ে মেলামেশা করে অর্থাৎ তাঁর যখন প্রয়োজন পড়বে সে আপনাকে খুঁজে নেবে তাঁর মধ্যে সে যদি দেখে আপনি কর্মে উন্নতি করেছেন তখন সে আসতে আসতে নিজেকে গুটিয়ে নেবে নয়তো ভ্যানিশ হয়ে যাবে। আবার কেউ কেউ ঝগড়া মতান্তর এগুলো কে মেনে নিয়ে চিরকাল আমাদের পাশে থেকে যায়।

সত্যিই জীবন আমাদের এক অদ্ভুত অবস্থানে দাঁড় করিয়ে দেয়... কতগুলো মুখোশধারি মানুষের আসল চেহারা গুলোকে আমাদের সামনে এনে দেয়। কথায় আছে না বয়সে অভিজ্ঞতা বাড়ে... একদম সত্যি, কম বয়সের ছেলেমেয়েরা এর তল খুঁজে পাবেনা।

কাজেই জীবনের প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটা উপন্যাস অনায়াসেই লেখা যায়। যার প্রতিটি পাতায় কমবেশি করে কয়একটি শিক্ষণীয় গল্প বর্তমান প্রজন্ম কে উপহার হিসাবে দেওয়া যেতে পারে।

সা/ই