নায়ক নায়িকা ভিত্তিক গন্ডি থেকে বেরিয়ে আসার গল্প
প্রকাশ : 2022-10-06 14:12:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। ছবির নাম এখনো ঠিক হয়নি। ৪ অক্টোবর থেকে যশোরের অভয় নগর থানার সিদ্ধি পাশা ইউনিয়নের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির। তাঁর অংশের কাজ শুরু হবে ১০ অক্টোবর।
মম বলেন, ‘শুনেছি, পুরো শুটিং শেষ করে পরিচালক ছবিটির নাম জানাবেন। ছবিতে আমার চরিত্রের নাম নাবিরা। গ্রামের একটি আর্ট স্কুলের শিক্ষিকা। ১০ অক্টোবর থেকে আমার অংশের শুটিং শুরু হবে।’
এ পর্যন্ত প্রায় এক ডজন ছবিতে অভিনয় করেছেন মম। প্রায় সব ছবিতে নায়িকা হিসেবেই দেখা গেছে তাঁকে। কিন্তু এবার সেই তকমা থেকে বেরিয়ে সিনেমায় ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। মম জানালেন, গ্রামীণ জনপদের ভিন্ন ধরনের গল্পের ছবি এটি, কোনো নায়ক-নায়িকা বা ভিলেনকেন্দ্রিক নয়, অভিনয়ের জায়গা আছে, তেমন একটি চরিত্র তিনি করছেন।
মম বলেন, ‘আমাদের ভারতীয় উপমহাদেশের সিনেমাগুলো নায়ক, নায়িকা ও ভিলেনভিত্তিক গল্প হয়ে থাকে। হয়তো সময়ের দাবি এটি। কিন্তু এখন বিশ্বচলচ্চিত্রের রং বদলে যাচ্ছে। গল্প ও চরিত্রের দিকে হাঁটছে ইন্ডাস্ট্রি। একজন অভিনেতা নিজেকে অভিনয় দিয়ে কতটুকু পর্দা রাঙিয়ে তুলতে পারছেন, সেটাই সিনেমার জন্য বড় বিষয়। তেমন একটি সিনেমা হবে এটি।’
তিনি আরও বলেন, ‘নায়ক–নায়িকা বা ভিলেনকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে দর্শকও বেরিয়ে আসার চেষ্টা করছেন। কারণ, স্মার্টফোনের কল্যাণে তাঁদের পকেটে সারা দুনিয়ার সিনেমা। যখন খুশি, তখন এসব সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন তাঁরা। এসব দেখে সময়ের সঙ্গে আমাদের দর্শকেরও রুচি বদলে যাচ্ছে।’
শুটিং লোকেশন থেকে ছবির পরিচালক সাইফুল ইসলাম জানান, টানা ২৬ অক্টোবর পর্যন্ত ছবির শুটিং চলবে। তিনি বলেন, ‘টানা ছবির শুটিং শেষ করব। কারণ, ৬০-৭০ জনের ইউনিট ঢাকা থেকে এনেছি। তা ছাড়া কোনো কোনো দৃশ্যের জন্য স্থানীয় আর ২০০ থেকে ৩০০ মানুষ নিয়ে কাজ করতে হচ্ছে। তাই বিরতি দিয়ে শুটিং করলে ঝামেলা হতে পারে।’ এই ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, জ্যোতিকা জ্যোতি, কনক আদিত্য, দ্বীপান্বিতা হালদার, শিল্পী সরকার, প্রাণ রায় প্রমুখ।