নারী হওয়া যখন গুরুতর অপরাধ
প্রকাশ : 2022-03-10 14:08:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জিয়াসমিন আক্তার
-------------------------
ক্ষমা করে দাও অনাগত শিশু- অনাগত ভ্রুন যত
দেখো নাই যারা পৃথিবীর আলো, অন্য সবার মত।
একটিই অপরাধে!
হাসপাতালের বিছানায় বসে আঁচলেতে চোখ মোছে ;
জন্ম নিয়েছে তৃতীয় কন্যা, কেউ আসেনি তো খোঁজে।
একটিই অপরাধে!
সংসারে যবে বিপদ এসেছে, অভাব এসেছে নেমে-
ভাইটির পড়া থামেনি তো কভু, বোনটির গেছে থেমে।
একটিই অপরাধে!
মেয়েটির শুধু রংটাই চাপা, এইটুকু তার দোষ;
কাড়ি কাড়ি টাকা যৌতুক নিয়ে কমেনি ওদের রোষ।
গুণবতী সেই শ্যামা মেয়ে রোজ বালিশে লুকিয়ে কাঁদে।
একটিই অপরাধে!
কর্ম করেছে কখনো সমান, কখনো বা ঢের বেশি,
মজুরির বেলা আকাশ পাতাল হয় যত রেষারেষি।
একটিই অপরাধে!
ওরা তো জানেনা গোলাপি-বেগুনি জীবনের রং যত-
জীবন ওদের সাদাকালো ছবি চির সংগ্রামে রত।
যৎসামান্য ক্ষুধার অন্ন সম্মান যার সাধ
সেই জীবনের গাই জয়গান হোক যত অপরাধ