নারী ও পুরুষ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

প্রকাশ : 2023-10-06 10:38:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নারী ও পুরুষ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

নারী ও পুরুষ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মূলত প্রধানমন্ত্রী লিঙ্গ পরিবর্তন নিয়ে মন্তব্য করেন। দলে এক সম্মেলনে এমন মন্তব্য করেন ঋষি সুনাক। তার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার জন্ম দেয়।

লিঙ্গ পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময় এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, ‘কেউ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না। একজন পুরুষ পুরুষই, আর একজন নারী, নারীই।’

গত বুধবার ২০২৩ সালের কনজারভেটিভ পার্টির সম্মেলনে দেওয়া সমাপনী বক্তব্যে ঋষি সুনাক বলেন, ‘মানুষ চাইলেই যে কোনো লিঙ্গ বদল করে নিতে পারে, তা বিশ্বাস করা উচিত নয়। তারা তা করতে পারে না। এটা সাধারণ জ্ঞান।’ এদিকে, অনেকেই ঋষি সুনাকের এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেছেন। তবে ট্রান্সজেন্ডারদের প্রতি ‘অসম্মানজনক’ বক্তব্য দেওয়ায় অনেকে ক্ষুব্ধও হয়েছেন। আবার কেউ কেউ তার ‘সাধারণ জ্ঞান অনেক কম’ বলে উপহাস করেছেন।—হিন্দুস্তান টাইমস