নারী উদ্যোক্তার সংগ্রামের গল্প নিয়ে নাটক ‘প্লাটফর্ম’

প্রকাশ : 2021-09-11 10:25:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নারী উদ্যোক্তার সংগ্রামের গল্প নিয়ে নাটক ‘প্লাটফর্ম’

সব বাঁধা পেরিয়ে নারীর উদ্যোক্তা হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘প্লাটফর্ম’। আনজীর লিটনের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, ফারজানা ছবি, উপমা, সায়েম সামাদ, নওশীন দিশা, মৌমিতা, লিটন খন্দকার, শ্যামল জাকারিয়া, মনু মাসুদ। বিটিভিতে শনিবার রাত ৯টায় নাটকটি প্রচার হবে।

প্রযোজক মনিরুল হাসান জানান, নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা তরুণীর গল্প ‘প্লাটফর্ম’। স্বপ্ন দেখা তরুণীর নাম আনিকা। করোনাকালে মেয়েটির বাবার চাকরি চলে যায়। দুই বোন আর বাবা-মায়ের সংসারে হাল ফেরাতে বেছে নেয় অনলাইনে জামা-কাপড় বিক্রির ব্যবসা। নিজের একটা ফেসবুক পেজ খোলে। নিজেকে নারী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে প্রাণপন চেষ্টা শুরু করে। এ সময় পরিচয় হয় এক তরুণ বন্ধুর সঙ্গে। একপর্যায়ে দুজনের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। নিজের অবস্থানকে দৃঢ় করতে আনিকা একটা প্লাটফর্ম খুঁজতে থাকে। সেই প্লাটফর্ম থেকে দেশের মানুষের কাছে সে তার অস্তিত্বের কথা জানাতে চায়। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।