নামিবিয়ায় খরায় ৭শ’র বেশি বন্যপ্রাণী হত্যা
প্রকাশ : 2024-09-04 14:43:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কয়েক দশকের সবচেয়ে খারাপ খরা মোকাবেলায় ৭শ’র বেশি বন্যপ্রাণী হত্যার পরিকল্পনা করছে নামিবিয়া সরকার। ইতোমধ্যে দেশটিতে ১৬০টি প্রাণীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয় এ কথা জানায়।
গত সপ্তাহে ঘাস ও পানি সরবরাহের চাপ কমিয়ে যাওয়ায় ও খরার কারণে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারনের জন্য সরকারের পক্ষ থেকে মাংস সরবরাহের ঘোষণা দেওয়া হয়। পেশাদার শিকারীদের মাধ্যমে ৩০টি জলহস্তী হত্যার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রোমিও মুয়ুন্দা এএফপি’কে বলেছেন, এখন পর্যন্ত হত্যার জন্য নির্ধারিত ৭২৩টি প্রাণীর মধ্যে অন্তত ১৫৭টিকে হত্যা করা হয়েছে। হত্যা প্রক্রিয়া সম্পন্ন করতে কত সময় লাগবে তা বিভিন্ন কারণের উপর নির্ভর করছে।
হাতির দাঁতের বিক্রির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মেনে কাটা হাতির দাঁতগুলো সরকারি গুদামে সংরক্ষণ করা হবে। মুয়ুন্দা বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতোমধ্যে ৫৬ কেজির বেশি মাংস সরবরাহ করা হয়েছে।’
সান