নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ : 2024-12-14 17:45:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।  

শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শহিদুজ্জামান। সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সেলিম রেজা। বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল হাকিম, হিসাব বিজ্ঞান  বিভাগের বিভাগীয় প্রধান মো: আক্কাচ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোয়া অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি দখলদার বাহিনী তাদের দোসরদের  সহায়তায় পরিকল্পিতভাবে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে। এই নির্মম হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দেওয়া। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, শিল্পী, এবং সাহিত্যিকসহ দুই শতাধিক কৃতী সন্তান। 

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনকালে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন  দোয়া পরিচালনা করেন মার্কেটিং বিভাগের  বিভাগীয় প্রধান মো: আব্দুল হাকিম। সভায় কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।