নলডাঙ্গায় গণপিটুনিতে নিহত ১ 

প্রকাশ : 2025-01-20 14:32:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নলডাঙ্গায় গণপিটুনিতে নিহত ১ 

নাটোরের নলডাঙ্গায় গণপিটুনিতে আব্দুল মান্নান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার সমসখলসী গ্রামের আইন উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও স্থানিয়রা জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় থাকা পুকুর পাড়ে যায়। পুকুরগুলোর পাহারাদারা তাদের দেখে চিকৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করে। এ সময় সবাই পালিয়ে গেলেও পার্শবর্তী এলাকায় কাসোবাড়িয়ায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকালে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে দুপুর পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি। 


কা/আ