নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ দুই কর্মী

প্রকাশ : 2024-05-29 10:32:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ দুই কর্মী

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা দুই কর্মী। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।

মাহাবুবুল হাসানের বাড়ি ভগীরথপুর এলাকায়। গুলিবিদ্ধ দুজন হলেন নিহত মাহাবুবুল হাসানের কর্মী সাঈদ হাসান (৩৮) ও ফরহাদ মিয়া (৩৭)। এই হত্যাকাণ্ডের জন্য মেহেরপাড়ার বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার অমিতকে (প্রান্ত) দায়ী করছেন নিহত ব্যক্তির কর্মী-সমর্থকেরা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজাহার অমিতের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত একদল কর্মীকে নিয়ে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ছিলেন মাহাবুবুল হাসান। পরে কার্যালয় থেকে বেরিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে ৯ জন কর্মীর সঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। ওই কার্যালয় থেকে তাঁর বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের হাঁটা পথ।

নিহত মাহাবুবুল হাসানের সঙ্গে থাকা কর্মী রবিউল হাসান ও অপু মিয়া বলেন, রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান আজাহার অমিতের ব্যক্তিগত কার্যালয়সংলগ্ন ওবায়দুল্লাহ টেক্সটাইল মিলের সামনে যাওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরে গুলিবিদ্ধ সাঈদ ও ফরহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভগীরথপুর এলাকায় সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সান