নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজের প্রথমবর্ষের ছাত্রীদের ক্লাস উদ্বোধন
প্রকাশ : 2022-03-02 21:27:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথমবর্ষের ছাত্রীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ১০ টায় নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলালের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক হযরত আলী, আমজাদ হোসেন, আব্দুস শুকুর ও ইনছান আলী প্রমুখ।