নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশ : 2025-12-31 18:22:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান শিক্ষক আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউআরসির ইন্সট্রাক্টর শামছুল আলম ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মহেশ চন্দ্র দেবনাথ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, সানজিদা আকতার। 

অতিথিরা বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান শিক্ষক আলী আজম নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রধান অতিথির হাতে তুলে দেন। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। সেসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।