নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

প্রকাশ : 2022-02-03 19:29:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে থানা পুলিশ ওয়ারেন্টমূলে উপজেলার নন্দীগ্রাম দক্ষিণপাড়ার গাজিউর রহমানের ছেলে সাইফুল ইসলাম, সিধইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন, মোয়াজ্জেম হোসেনের স্ত্রী সামসুন্নাহার, ডুবাতেঘর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মহাব্বত আলী, ফোকপাল গ্রামের মৃত কাতেব আলীর ছেলে খোকন আলী, ভাটগ্রামের হাফিজুর রহমানের ছেলে টুকু মিয়া ও ফোকপাল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জোহা প্রামানিককে গ্রেপ্তার করে। একই রাতে থানা পুলিশ সন্দিগ্ধ আসামি গাবতলী উপজেলার চকডহর গ্রামের বদিউজ্জামানের ছেলে রুস্তুম আলীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।