নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে উপজেলা আওয়ামী লীগের শুভেচ্ছা ও মতবিনিময়
প্রকাশ : 2023-11-16 16:19:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ [ওসি] আজমগীর হোসাইনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ থানার নবাগত অফিসার ইনচার্জ [ওসি] আজমগীর হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার নবাগত অফিসার ইনচার্জ আজমগীর হোসাইনের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক প্রমুখ।
সান