নন্দীগ্রাম ও সিংড়া উপজেলার সীমান্ত সংযোগ সড়কের পাকাকরণ কাজ উদ্বোধন

প্রকাশ : 2025-12-07 11:37:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম ও সিংড়া উপজেলার সীমান্ত সংযোগ সড়কের পাকাকরণ কাজ উদ্বোধন

দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম থেকে নাটোরের সিংড়া উপজেলার সীমান্ত বোয়ালিয়া পর্যন্ত সংযোগ সড়কের অবশিষ্ট ৬০০ মিটার পাকাকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে এ সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো এই সড়কটি পুরোপুরি পাকা করা। সড়কের এই অংশটি সম্পন্ন হলে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে। সেই সাথে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। প্রত্যাশিত এই সড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। 

উপজেলা প্রকৌশলী নুর নবী খান জানান, উক্ত সংযোগ সড়কের ৬০০ মিটার পাকাকরণ কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ে এবং মান বজায় রেখে কাজ শেষ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, বিএনপি নেতা জহুরুল ইসলাম, আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী ও দলীয় নেতাকর্মীসহ দুই উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।