নন্দীগ্রাম উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত  

প্রকাশ : 2022-05-25 19:29:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রাম উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত  

৩ জুন বগুড়া জেলা যুবলীগের আয়োজনে যুব সমাবেশ, শেখ ফজলুল হক মণি ফুটবল টুর্ণামেন্ট, ওয়ার্ড ও ইউনিয়ন যুবলীগের সম্মেলন সফল করার লক্ষে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ মে) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান, নন্দীগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ভাটরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম শুকুর, ভাটগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমন সরকার সোহাগ ও যুবলীগ নেতা আসকান আলী প্রমুখ।