নন্দীগ্রামে ২ দোকান মালিকের জরিমানা 

প্রকাশ : 2022-03-21 09:34:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ২ দোকান মালিকের জরিমানা 

বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ দোকান মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে শিশির স্টোর নামে মুদির দোকান মালিকের ১ হাজার ও শাহাদত স্টোর নামে আরেক মুদির দোকান মালিকের ১ হাজার টাকা জরিমানা করেন। ওই ২ মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।