নন্দীগ্রামে হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ
প্রকাশ : 2021-04-12 19:05:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল সকাল ১০ টায় নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হতদরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক।
এ সময় উপস্থিত ছিলেন ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন, সদস্য আফতাব উদ্দিন, পরিমল চন্দ্র সরকার ও আল-আমিন প্রমুখ। ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ২৬৩ জন হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।