নন্দীগ্রামে সারের বাজার নিয়ন্ত্রণে তৎপর কৃষি কর্মকর্তারা
প্রকাশ : 2025-01-19 17:31:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে সারের বাজার দর নিয়ন্ত্রণে তৎপর কৃষি কর্মকর্তারা। কিছু অসাধু সার ব্যবসায়ী বোরো মৌসুমের শুরুতে সারের বাজার দর বৃদ্ধি করে। এনিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কৃষি কর্মকর্তারা সারের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে আরো তৎপর হয়ে উঠে।
নন্দীগ্রাম উপজেলার কৃষকদের মাঝে সার সরবরাহের জন্য ১৩জন বিসিআইসি ও ২৩জন বিএডিসির ডিলার রয়েছে। এছাড়া বিভিন্নস্থানে অনেকগুলো খুচরা সার বিক্রেতা আছে। তারা বিসিআইসি ও বিএডিসি ডিলারদের নিকট থেকে সার ক্রয় করে নিয়ে কৃষকদের মাঝে সরবরাহ করে থাকে। তারাই অতিরিক্ত লাভের আশায় বোরো মৌসুমের শুরুতে সারের বাজার দর বৃদ্ধি করে বলে অভিযোগ করেন বিসিআইসি ও বিএডিসির ডিলাররা।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, নন্দীগ্রাম উপজেলায় সারের কোনো সঙ্কট নেই। আমরা নিয়মিত সারের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি অব্যাহত রেখেছি। কৃষকদের সার ক্রয়ের সময় ক্যাশ মেমো নেওয়ার কথা বলা হয়েছে। এরপরেও যদি কোনো ডিলার বা ব্যবসায়ী সারের দাম বেশি নেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারের সরকারি খুচরা মূল্য হচ্ছে, ইউরিয়া সার প্রতিবস্তা ১৩৫০ টাকা, টিএসপি সার প্রতিবস্তা ১৩৫০ টাকা, এমওপি সার প্রতিবস্তা ১০০০ টাকা ও ডিএপি সার প্রতিবস্তা ১০৫০ টাকা। এই দরেই সার বিক্রয় করতে হবে।