নন্দীগ্রামে সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

প্রকাশ : 2025-12-09 19:12:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক এনামুল হক আপেল, মামুন আহমেদ, জামায়াত নেতা ও ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিম, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী প্রমুখ। 

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারিমন আরা নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগীতা কামনা করেন।