নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
প্রকাশ : 2025-04-10 18:10:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয় আর দুপুর ১টায় শেষ হয়। নন্দীগ্রাম উপজেলায় ৫টি কেন্দ্র এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৪১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও অংশগ্রহণ করেছে ১৩৮৩ জন পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় ৮৫৪ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন ৮৪২ জন অংশগ্রহণ করে। দাখিল পরীক্ষায় ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৯ জন অংশগ্রহণ করেছে। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০২ জন অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র গুলোতে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রের বাহিরে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের ভিড় দেখা গেছে।
পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আঞ্জুমান বানু ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারসহ সংশ্লিষ্টরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন। পরির্দশন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আঞ্জুমান বানু জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।