নন্দীগ্রামে শহীদ সোহেল রানার পরিবারকে জেলা প্রশাসনের উপহার
প্রকাশ : 2025-03-06 14:33:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

জুলাই বিল্পবে পুলিশের গুলিতে নিহত নন্দীগ্রামের শহীদ সোহেল রানার পরিবারের নিকট পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করেছেন বগুড়া জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী নিয়ে শহীদ সোহেল রানার পরিবারে নিকট পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, জুলাই বিল্পবে শহীদ নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে সোহেল রানার পিতার নিকট এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।