নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশ : 2021-12-16 13:51:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা বিএনপি, নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ৬ টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৫০ বার তোপধ্বনি, সকাল পৌনে ৭ টায় নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, হাবিবুর রহমান ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। 

পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য কর্মসূচি পালন করা হয়।