নন্দীগ্রামে মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : 2021-08-17 21:17:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (১৬ আগস্ট) নন্দীগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের দামগাড়া গ্রাম থেকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের আব্দুস সামাদের ছেলে মেহেদী হাসান (২৫) কে গাঁজাসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) থানা পুলিশ তাঁকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।