নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার
প্রকাশ : 2022-03-21 09:32:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ মার্চ) দিবাগত রাতে থানা পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মৃত সাদের আলীর ছেলে শামছুর রহমান (৪৮) কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
একইরাতে থানা পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের ইব্রাহীম আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮), মৃত আবু তালেবের ছেলে আব্দুল আজিজ (২০) ও রুবেল উদ্দিনের ছেলে আবির হোসেন (২৪) কে মাদকদ্রব্য সেবনের দায়ে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার (২০ মার্চ) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।