নন্দীগ্রামে মাতৃ পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও মা সমাবেশ 

প্রকাশ : 2023-06-12 12:22:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে মাতৃ পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও মা সমাবেশ 

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাতৃ পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১১ জুন) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের সভাপতিত্বে উক্ত সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুণ্ড, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু ও ইউপি সদস্য হাসেম আলী প্রমুখ।