নন্দীগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানুর ব্যাপক গণসংযোগ
প্রকাশ : 2024-05-30 15:43:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আগামী ৫ জুন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রার্থীরা গণসংযোগ করে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় অতিক্রম করছে। প্রতিদিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু নন্দীগ্রাম ইউনিয়নের হাটুয়া ও আলাইপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।
সেসময় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু বলেন, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ জনসেবার ধারা অব্যাহত রাখতে আমার হাঁস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি আরও বলেন, আমি নন্দীগ্রাম উপজেলাবাসীর বিপদে-আপদে পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
এ ছাড়াও তিনি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করে ভোটারদের নিকট তার হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ই