নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ : 2024-02-11 15:54:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেনকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুর রহিম খান চৌধুরী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সান