নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ 

প্রকাশ : 2025-11-07 18:15:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪২৪জন সুবিধাভোগীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কুমিড়া পন্ডিতপুকুরে এ চাল বিতরণ উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, অত্যন্ত স্বচ্ছতার সহিত সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।