নন্দীগ্রামে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার হস্তান্তর
প্রকাশ : 2021-05-05 15:45:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলায় ৫০ ভাগ ভর্তুকিমূল্যে ৫টি কম্বাইন হারভেস্টার বরাদ্দ করে সরকার। ৫ মে বেলা ১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষক আফজাল হোসেনের নিকট ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ ও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, ধান কাটা-মাড়াইয়ের যন্ত্র কম্বাইন হারভেস্টারের মূল্য ৩১ লাখ টাকা। সেখানে সরকার ১৪ লাখ ৫০ হাজার টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষকের ধান কাটা-মাড়াইয়ের সুবিধার জন্য সরকার ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার দিচ্ছে। এতে কৃষকরা উপকৃত হবে।