নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
প্রকাশ : 2026-01-16 20:03:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে ইঞ্জিনচালিত ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আকাশ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ এলাকায় কাথম-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ভাটরা ইউনিয়নের মুরারীদিঘী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলো। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘটনায় আকাশ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক আকাশ কালীগঞ্জ থেকে বাড়ির দিকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ভটভটি চালক পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।