নন্দীগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : 2025-12-07 11:26:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ জোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের উদ্যোগে এবং উপজেলা ও পৌর বিএনপির তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই নিজের বা পরিবারের কথা ভাবেননি। তিনি সবসময় দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবেছেন। দেশের মানুষসহ বিদেশেও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হচ্ছে। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করি যেনো তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সবার মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।