নন্দীগ্রামে বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সাথে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের মতবিনিময়
প্রকাশ : 2024-09-25 12:44:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। তাই নন্দীগ্রামের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে দিকনির্দেশনা দিবেন সেই দিকনির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের অবশ্যই দলীয় স্বার্থে কাজ করতে হবে।
মোশারফ হোসেন আরও বলেন, আমরা কোনো দলের সমালোচনা করতে চাই না। বিএনপির জনপ্রিয়তা আছে কিনা তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডারের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা ফজলে রাব্বী তোহা, গোলাম রব্বানী, মহসিন আলী সরকার, সুশান্ত কুমার সরকার শান্ত, আব্দুর রহিম, শামছুর রহমান, খোরশেদ আলম, খলিলুর রহমান, প্রভাষক আব্দুল বারী বারেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুব দলের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
কা/আ