নন্দীগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে চালক গুরুতর আহত
প্রকাশ : 2025-01-19 11:08:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক গুরুতর আহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ট্রাক চালক আরিফুল ইসলাম (৩২) রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্যরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নাটোর মহাসড়কে বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সুপার সনি (ঢাকা মেট্রো ব-১৫-৯২৮৭) একইদিক থেকে ছেড়ে আসা মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-০২১৭) কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে বটগাছের সাথে ধাক্কা লেগে বাসটির সামনের দিক দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয় আর ট্রাকটি উলটে যায়। এদুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হলেও বাসে থাকা যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি।
কা/আ