নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশ : 2024-01-21 14:30:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদের উদ্যোগে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপিলাপাড়া গ্রামে বুড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জোবায়ের আহমেদ ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন গ্রামের ৫ শতাধিক অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

সেসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা গৌরাঙ্গ চন্দ্র রায়, পলাশ চন্দ্র, ওয়ার্ড যুবলীগের সভাপতি সনাতন চন্দ্র, কৃষক লীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।

 

সান