নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬
প্রকাশ : 2025-04-10 17:54:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে এক রাতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট মূলে ৬জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ইছবপুর গ্রামের রাঙ্গা হোসেন (৩২), সিংজানী গ্রামের আশরাফ আলী (৪৫), কামুল্যা গ্রামের সাইফুল ইসলাম (৪২), ওমরপুর গ্রামের আব্দুল জলিল (২৪), ঢাকইর গ্রামের আজিজুল হক (২৩) ও ভাটগ্রামের রুবেল হোসেন (৪০)।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদালতে হাজতে প্রেরণ করা হয়েছে।