নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই

প্রকাশ : 2025-04-17 11:56:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল দোগাছিপাড়ার বাদল হোসেন (৪০) ও ধুন্দার দারোগাপাড়ার জাহিদ হাসান (২৬)। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুড়ইল দোগাছিপাড়ায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ বাদল হোসেনকে ও কুন্দারহাট এলাকা থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত অসামী জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। এরপর বুধবার দুপুরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামিদের ধরতে আমাদের টিম তৎপর রয়েছে। আমরা নন্দীগ্রামকে নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছি। এ ধরণের অভিযান নিয়মিত চলবে।

কা/আ