নন্দীগ্রামে ন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশ : 2024-02-01 19:01:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বগুড়ার নন্দীগ্রামে ন্যাশনাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম শহরের ন্যাশনাল স্কুল এন্ড কলেজ চত্বরে কুড়িপাকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। এতে স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহসিন আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল ফারুক, গোলাম মোস্তফা গামা, প্রভাষক রাব্বী হোসাইন, নন্দীগ্রাম মডার্ণ প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক গোলাম মোস্তফা মতিন ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ।