নন্দীগ্রামে নানা আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত হচ্ছে
প্রকাশ : 2024-02-15 11:14:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে বগুড়া-নাটোর মহাসড়কে একটি র্যালি বের হয়।
এরপর জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, হ্যালো এইচপি ডাউনলোড ও যত্রতত্র গাড়ি পার্কিং প্রতিরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলীর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার, ফোর্সবৃন্দ, বিভিন্ন গাড়ি চালক ও হেলপারসহ পথচারীরা।
সান