নন্দীগ্রামে নানা অয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রকাশ : 2022-07-21 20:56:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
: বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফজলুল হক, আসাদুল্লাহ, নিফুল চন্দ্র পাল ও পরিবার কল্যাণ সহকারী ফাতেমা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবার পরিকল্পনা সহকারী আবু হাসান আল-মামুন।