নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের গণসংযোগ 

প্রকাশ : 2025-10-20 11:23:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের গণসংযোগ 

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ ব্যাপক গণসংযোগ করেছেন। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ৪নম্বর থালতা মাঝগ্রাম ইউনিয়নের চৌমোহনী বাজার, পাঠান মির্জাপুর, নিমাইদিঘী, সাড়া, আচুয়ারপাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। 

গণসংযোগকালে তিনি বলেন, কাহালু-নন্দীগ্রামবাসীর খেদমত করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে। তাই আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আর সেই বিজয় হবে জনগণের। কথা দিচ্ছি আমি জনগণের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। 

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার অভাব-অভিযোগ ও মতামত শোনেন। এছাড়াও তিনি থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাড়া দারুস সালাম দাখিল মাদ্রাসা, সাড়া প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তার সাথে ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামীর যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। 

কা/আ