নন্দীগ্রামে গণভোট বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-01-16 20:43:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে গণভোট বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে গণভোট বিষয়ে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী প্রামাণিক, মহেশ চন্দ্র দেবনাথ ও দেবাশীষ কুমার কুন্ড। সভায় প্রধান শিক্ষকগণকে গণভোট বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে নন্দীগ্রাম উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।