নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে জরিমানা 

প্রকাশ : 2025-01-21 16:52:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে জরিমানা 

বগুড়ার নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আকরাম হোসেন প্রামাণিক (৩৬) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সে নাটোর জেলার সিংড়ার আরশেদ আলী প্রামাণিকের ছেলে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যে কেউ এইধরনের অপরাধ করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।