নন্দীগ্রামে কৃষি সেবায় প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম

প্রকাশ : 2021-11-05 18:08:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে কৃষি সেবায় প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম

বগুড়ার নন্দীগ্রামে কৃষি সেবায় ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করছেন প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম। বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে প্ল্যান্ট ডক্টর মোবাইল টিম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম ও নাজমুল হক প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, নন্দীগ্রাম উপজেলায় কৃষিতে যুক্ত হলো আরো একটি ব্যতিক্রম সেবা কার্যক্রম। এ সেবা কার্যক্রমের আওতায় কৃষকরা উপকৃত হবে এমনটাই আশা করছি।