নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ : 2024-02-06 16:52:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এটিএম শামছুজ্জামান, সহকারী শিক্ষক আশরাফুল আলম, সাবিনা খাতুন, আনোয়ার হোসেন, জগদীশ চন্দ্র, জুলফিকার হায়দার, মাওলানা আব্দুল মোমিন, আব্দুল হান্নান, গুলশান আরা, মাহমুদা খাতুন, ছাত্র বিকাশ চন্দ্র ও ছাত্রী রোকেয়া খাতুন প্রমুখ।
সান