নন্দীগ্রামে কালিকাপুর সড়কপাড়া জামে মসজিদ সম্প্রসারণ ও ছাদ ঢালাই কাজ উদ্বোধন
প্রকাশ : 2024-01-23 15:56:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে কালিকাপুর সড়কপাড়া জামে মসজিদ সম্প্রসারণ ও ছাদ ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ জুমা নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কালিকাপুর সড়কপাড়া জামে মসজিদ সম্প্রসারণ ও ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, আখতারুজ্জামান উজ্জ্বল, রফিকুল ইসলাম অপু ও আবু সাঈদ মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, উক্ত জামে মসজিদ সম্প্রসারণ ও ছাদ ঢালাই কাজের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
সান