নন্দীগ্রামে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন 

প্রকাশ : 2023-11-18 11:01:43১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন 

বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকইর বাজারে ৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন উপলক্ষে পৌর যুবলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল বারীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রণজিৎ কুমার মহন্ত রনির সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম শেখ, উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সদস্য আব্দুল মান্নান ও যুবলীগ নেতা ঝন্টু প্রামাণিক প্রমুখ। 

পরে ঝন্টু প্রামাণিককে সভাপতি, মাসুদ রানাকে সাধারণ সম্পাদক ও বেলাল হোসেনকে সাংগঠনিক করে ৫১ সদস্য বিশিষ্ট ৫নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।