নন্দীগ্রামে এক রাতে পিতাপুত্রের দুইটি ইজিবাইক চুরি
প্রকাশ : 2026-01-25 16:55:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পরিবারের জীবিকা নির্বাহের জন্য এনজিও থেকে ঋণ নিয়ে দুইটি ইজিবাইক কিনেছিলেন পিতাপুত্র। কষ্টের সেই বাহনই ছিলো তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে সেই ইজিবাইক দুইটি চুরি হয়ে যাওয়ায় আজ সর্বস্বান্ত হয়ে পড়েছেন তারা। মাথায় ঋণের বোঝা আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ সবমিলিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন অসহায় পরিবারটি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফোকপাল গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র সিরাজুল ইসলাম বাবলু (৬০) ও তার পুত্র হামিদুল ইসলাম বাপ্পী (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের জীবিকা নির্বাহের জন্য ছয় মাস আগে এনজিও থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে পিতাপুত্র দুইটি ইজিবাইক কিনেছিলেন। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ইজিবাইক চালিয়ে কোনোমতে চলছিলো তাদের সংসার। পরে ইজিবাইক দুইটির ব্যাটারি নষ্ট হয়ে গেলে বাধ্য হয়ে তারা আরও দেড় লক্ষ টাকা ঋণ নেন। এই ঋণের বোঝা কাঁধে নিয়েও তারা থেমে যায়নি কিস্তি পরিশোধ করতে। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইজিবাইক দুইটি তালাবদ্ধ করে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে যেকোনো সময় চোরেরা বসতবাড়ির বেড়ার তালা কেটে এবং ইজিবাইক দুইটির তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। তারা রাত আনুমানিক তিনটার দিকে ঘুম উঠে বাহিরে এসে দেখে দুইটি ইজিবাইক চুরি হয়ে গেছে। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও ইজিবাইক দুইটি না পেয়ে অসহায় পিতাপুত্র হতাশায় ভেঙে পড়েন। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে থানার এসআই সাম মোহাম্মদ বলেন, দুইটি ইজিবাইক চুরির ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া ইজিবাইক দুইটি উদ্ধারের চেষ্টা চলছে।