নন্দীগ্রামে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : 2024-02-15 18:13:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। 

এতে উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ও ইভেনেন্ট প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী। 

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, মোহাম্মদ আলী সিদ্দিক, উর্মি তালুকদার, প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান, শাহানারা খাতুন মিরা, হোসেনে আরা, আব্দুল হান্নান, আবু বক্কর সিদ্দিক, জহুরুল ইসলাম ও আলাউদ্দিন প্রমুখ।   
 

 

সান