নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে জরিমানা
প্রকাশ : 2025-01-20 18:19:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনা করার অপরাধে এক হোটেল ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘা বাসস্ট্যান্ডে অবস্থিত জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে হোটেল ম্যানেজার দুলাল হোসেন (২৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন। উক্ত ম্যানেজার দুলাল হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রামের আব্দুল হামিদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন নন্দীগ্রাম থানার এসআই আমির হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, হোটেল এন্ড রেস্টুরেন্টে সবসময় স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না বা তৈরি করতে হবে। তেমনি স্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনাও করতে হবে। এর ব্যত্যয় হলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।